শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং দেশের সকল দুঃস্থ শিশুকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্তর্ভূক্ত করা। জাতীয় শিশু উন্নয়ন নীতি ২০১১ এর আলোকে দেশের সকল শিশুকে তার অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শিশুদের দেশের ভবিষ্যত যোগ্য সুনাগরিক হিসাবে গড়ে তোলার কার্যক্রম গ্রহণসহ শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ সাধনের লক্ষ্যে জেলা পর্যায়ে সঙ্গীত,নৃত্য,চিত্রাংকন,তবলা,হাতের লেখা,কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যোগ্য শিল্পী হিসেবে গড়ে তোলা । ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নি¤œবর্নিত কার্যক্রমগুলি পরিচলনা করা হয়ে থাকে।
১. শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষণ:
২. বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন:
৩. বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন:
৪. জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা:
৫. শিশুদের মৌসুমী প্রতিযোগিতা:
৬. শিশুতোষ পুস্তক প্রদর্শনী ও গ্রন্থ বিক্রয় :
৭. শিশু বিকাশ ও প্রাক - প্রাথমিক শিক্ষা কেন্দ্র পরিচালনা
৮. কুইজ ও বির্তক প্রতিযোগিতা:
৯. বই পড়া ও প্রতিযোগিতা,বাংলা বানান ও উচ্চারণ এবং খুদে লেখক কার্যক্রম।
১০. শিশু আনন্দমেলার আয়োজন ।
১১. শিশুর লাইব্রেরি ব্যবহার
১২. শিশুদের শিক্ষা সফর আয়োজন
১৩. জেলা ও উপজেলা পর্যায়ে সাং¯ৃ‹ৃকিত উৎসব পালন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS