Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

শিশুদের সাংস্কৃতিক সুপ্ত প্রতিভা ও মানসিক  বিকাশের সহায়তা প্রদান এবং শিশু অধিকার বাস্তবায়নের সচেতনতার সৃষ্টি এবং বিভিন্ন কর্মসূচী যেমনঃ 

ভর্তি ঃ  প্রতি বছর নভেম্বর থেকে ভর্তি শুরু হয় এবং ডিসেম্বর পর্যন্ত  ভর্তি নেয়া হয়, জানুয়ারী মাসে প্রশিক্ষণ  ক্লাশ  শুরু হয় । জুন মাসে সাস্মাসিক  পরীক্ষা এবং ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা হয় । বছরের প্রথম দিকে নবীন বরণ অনুষ্ঠান করা হয় । বর্তমানে মাসিক  বেতন ৭৫/- ভর্তি ফি ২০০/-,ভর্তি ফরম ১০০/-।  ভর্তির সময় এক বছরের পূর্ন বেতন নিয়ে ভর্তি করা হয় ।