Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন মিশন

১। শিশুদের জন্য ২ থেকে ৩ বছরমেয়াদী প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়। প্রশিক্ষনের বিষয় গুলি হলো সংগীত,নৃত্য,চিত্রাংকন,কম্পিউটার,আবৃত্তি,হাতের সুন্দর লেখা ও বতলা । 

২। সকল শিশু বর্নি কোর্স সমুহে  নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ কোর্সে ভর্তির সুযোগ রয়েছে । 

৩। প্রতিবন্ধী শিশুদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহনের সুযোগ রয়েছে । 

৪। দুস্থ শিশুদের জন্য বিনামুল্যে  প্রশিক্ষণ গ্রহনের সুযোগ রয়েছে । 

৫। গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়। এ সকল অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহনের সুযোগ রয়েছে । 

৬। বিশ^ শিশৃু দিবশ ও শিশু অধিকার সপ্তাহ,বাংলা নববর্ষ উদযাপন, শিশুদের শিক্ষা সফর,শিশু আন্নদ মেলা,নজরুল ও রবীন্দ্র জয়ন্তীসহ আরো অন্যান্য গুরুত্বপূর্ন অনুষ্ঠান উদযাপন করা হয়  এবং এ সকল অনুষ্ঠানে সকল শ্রেনীর শিশুর ব্যাপক অংশগ্রহনের সুযোগ রয়েছে ।  

৭। শিশুতোষ  গ্রন্থের বিশাল সংগ্রহের গ্রন্থাগার শিশুদের জন্য উন্মুক্ত। এ গ্রহন্থাগারে সুবিধা সমুহ শিশু ছাড়াও সর্ব সাধারণের জন্য উন্মুক্ত । 

৮। শিশুরা নির্ধারিত ফি -প্রদানের মাধ্যমে সদস্য হয়ে নির্ধারিত সময়ে বই্ লেনদেন করতে পারে ।

৯। গ্রন্থাগার ভিত্তিক শিক্ষা মূলক কার্যক্রমও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমেশিশযুদের মেধা বিকাশের সুযোগ রয়েছে। 

১০। কেন্দ্রীয়ভাবে মাসিক ‘‘শিশু’’ পত্রিকা নিয়মিত প্রকাশিত হয় এই পত্রিকায় শিশুদের লেখা ও আঁকা  ছবি  প্রকাশের ব্যবস্থা রয়েছে ।

১১।   কেন্দ্রীয়ভাবে শিশুদের জন্য উল্লোখযোগ্য প্রকাশনা হচ্ছে শিশু বিশ^কোষ,মনীষীদের জীবনী, ছড়া,কবিতা, গল্প, ভ্রমণ,কাহিনী,নাটক ও বিঞ্জান গ্রন্থ ।

১২। জাতীয় ও আন্তর্জার্তিক পর্যায়ে বিভিন্ন চিত্রাংয়কন প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা হয় 

১৩। ৪ থেকে ৫ বছর বয়সী শিশুদের মানসিক বিকাশের জন্য ‘‘শিশু বিকাশ কেন্দ্র এবং প্রাক - প্রাথমিক শিক্ষা কেন্দ্রে সকল শ্রেনীর শিশুর প্রশিক্ষণ গ্রহনের সুযোগ রয়েছে । 

১৪। শিশুতোষ গ্রন্থের মেলার আয়োজন করা হয় ।

১৫।  এস,সি,টি,্ওফে এর মাধ্যমে জীবন ভিত্তিক যে কোন পরপমর্শ দেয়া হয় ।

১৬। বাংলাদেশ শিশু একাডেমি ৬৪ জেলা কার্যালয়ের মাধ্যমে শিশুদের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করে যাচ্ছে