APA REPORT 2022 -2023 :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ,বাংলাদেশ শিশু একাডেমি, নারায়ণগঞ্জ ।এবং মহাপরিচালক বাংলাদেশ শিশু একাডেমি ।বার্ষিক কর্মসম্পাদন চুক্তি । ১জুলাই,২০২২-২০২৩
করমসম্পাদনের সার্বিক চিত্র :
সাম্প্রতিক অর্জন, চালেঞ্জ এবং ভবিষ্যত পরিকল্পনা,সাম্প্রতিক বছর সমুহের (০৩)তিন বছর প্রধান অর্জন সমুহ :
শিশু উন্নয়ন কর্মসুচির আওতায় বাংলাদেশ শিশু একাডেমি, নারায়ণগঞ্জ জেলা শাখার মাধ্যমে বিগত ০৩ (তিন)বছরে বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস ও শিশু আনন্দমেলা, সাংস্কৃতিক উৎসব, শিশু নাট্য উৎসব, শিশু অধিকার সপ্তাহসহ বিভিন্ন কার্য্যক্রম বাস্তবায়িত হয় । এ সকল কর্মসুচি পালন/উদযাপন উপলক্ষে আয়োজিত সাহিত্য-সাংস্কৃতি প্রতিযোগিতা,সভা সেমিনার,সাংস্কৃতিক অনুষ্ঠানে আনুমানিক ১২ হাজার শিশু অংশগ্রহণ করে । তৃনমুল পর্যায় থেকে শিশুর সুপ্ত প্রতিভা ও মেধা অন্নেষণের লক্ষ্যে দেশেরে সর্ববৃহৎ প্রতিযোগিতার আসর জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা প্রতি বছর ৩০টি বিষয়ে ক,খ,গ,বিভাগে ৭৯টি প্রতিযোগিতা উপজেলা পর্যায় থেকে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হয় । প্রতিবছর প্রায় ৬ হাজারের অধিক শিশু এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে । একই ভাবে ৬টি বিষয়ে দলগতভাবে শিশুদের মৌসুমি প্রতিযোগিতা আয়োজন করা হয় । প্রতবি বছর প্রায় ০১(এক) হাজারের অধিক শিশু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ।বিগত ০৩(তিন)বছরে সাংস্কৃতিক প্রশিক্ষন বিভাগে (সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাংকন, হাতের লেখা সুন্দর, কম্পিউটার প্রশিক্ষন বিষয়ে ৪৫০ জন শিশুকে প্রশিক্ষন প্রদান করা হয়ে থাকে । বিগত ০৩ (তিন) বছরে ১৮০(একশত আশি)গরীব শিশুকে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান করা হয় । বিগত ০৩ অর্থ বছরে (২০১৯-২০২০,২০২০-২০২১,২০২১-২০২২) শিশুদেরকে অধিকহারে পাঠ্যভ্যাস,বই পড়ার আন্দোলন গরে তোলার লক্ষ্যে বাংলাদেশ শিশু একতাডেমি কেন্দ্রীয কার্যালয় কর্তৃক প্রকাশিত ৬,০০০ হাজার কপি শিশুতোষ গ্রন্থ ও শিশু প্রত্রিকা বিক্রয় করা হয়, যার মূল্য ৪,৭৫,০০০(চার লক্ষ পচাত্তর হাজার ) টাকা । বছরে প্রায় পাঁচশত শিশু লাইব্রেরিতে বসে বই পড়ার সুযোগ লাভ করে ।
ভবিষ্যত পরিকল্পনা: সাংস্কৃতি প্রশিক্ষনের মাধ্যমে শিশুর সুপ্ত প্রতিভা বিকাশ এবং সুনাগরিক হিসেবে গরে তোলা ।মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের দেশপ্রেমে উদ্ভধ্য করণ । দেশের সকল দুস্থ শিশুকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্তরভুক্ত করা । জাতীয় শিশু উন্নয়ন নীতি ২০১১ এর আলোক দেশের সকল শিশু তার অধিকার নিশ্চিত করনের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রনয়নের মাধ্যমে শিশুদের দেশের ভবিষ্যৎ যোগ্য নাগিরিক হিসেবে গরে তোলার কার্য্যক্রম গ্রহণ ।
(২)
২০২১-২০২২ অর্থ বছরের সম্ভাব্য প্রধার অর্র্জন সমুহ ।(১) শিশুদের বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক প্রশিক্ষন প্রদান।
২) বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ।
৩) শিশু ধিকার সম্পর্কে শিশু,অভিভাবক ও জনসাধারণকে সচেতন করা ।
৪) বই ও শিশু পত্রিকা বিক্রয়, পুস্তক প্রদর্শনী এবং শিশুদের লাইব্রেরি ব্যবহার ।
৫) দুস্থ ও গরীব শিশুকে শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক শিক্ষার সুবিধা প্রদান ।
প্রস্তাবনা: প্রাতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করা,সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরনের মাধমে রুপকল্প ২০৪১ এর যথায়থ বাস্তবায়নের লক্ষ্যে -
শেসকণ: ১ :
১০১ : রুপকল্প : বিকশিত শিশু ।
১.২: অভিলক্ষ্য : সঠিক পরিচর্যা ও প্রশিক্ষনে মাধ্যমে শিশুর প্রতিভা বিকাশ সাধন । ১.৩: কর্মসম্পাদনের (ক্ষত্রে সংশ্লিষ্ট অফিস কর্তৃক নিধারিত ,সর্বচ্চ ৫টি বিষয়)
১। বিভিন্ন বিষয়ে শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষন প্রদান ।
২। বিভিন্ন প্রতিযোগিতা, উৎসব, জাতীয় ও আন্তর্জারতক দিবস উদযাপন ।
৩। শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান ।
৪। বই ও শিশু পত্রিকা বিক্রয় ও প্রদর্শনী এবং শিশুদে লাইব্রেরি ব্যবহার ।
৫। শিশু বিকাশ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও বাস্তবায়ন করা ।
সুশাসন ও সংস্কৃতিকমূলক কর্মসম্পাদনের ক্ষেত্রে (মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক নির্র্ধারিত)
১। সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রম, জোরদার করণ ।
১.৪ কার্যাবলী(আইন/বিধিধারা নির্ধারিত কার্যাবলী)।
০১. মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন ।
২। শিশুদের সাংস্কৃতি প্রশিক্ষণ ।
৩। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ।
৪। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন ।
৫। শিশুতোষ পুস্তক, শিশু পত্রিকা বিক্রয়,প্রদর্শনী ও শিশুর লাইব্রেরি ব্যবহার ।
৬। জাতীয় শিশু পরস্কার ও ম্মৌসুমি প্রতিযোগিতা ।
সেকশন -২
১. মেধা বিকাশে শিশুদের অংশগ্রহন বৃদ্ধি, বিকশিত শিশু, সংখ্যা (হাজার)প্রকৃত অর্জন ২০২০-২০২১,:০. ৮ জন,২০২১-২০২২ সনে ০৪জন, পদক্ষেপ ২০২৩-২০২৪:সনে০.৭ জন,২০২৪-২০২৫:সনে ০৭ জন ।নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে: বাংলাদেশ শিশু একাডেমি,নারায়ণগঞ্জ ।
২. দেশাত্মবোধে শিশুদের উদ্বুদ্ধকরণ,দেশাত্মবোধে উদ্বুদ্ধ শিশু: সংখ্যা(হাজার): ২০২০-২১,০.০৫জন,২০২১-২২: ০.০২ জন,২০২২-২৩,০.০২ জন,২০২৩-২৪,০.৬জন,২০২৪-২৫,০.০৬জন: নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে: বাংলাদেশ শিশু একাডেমি,নারায়ণগঞ্জ।
৩। শিশু অধিকার বাস্তবায়নে শিশুদের অংশগ্রহণ বৃদ্ধি : অংশগ্রহণকারী শিশু : সংখ্যা (হাজার)২০২০-২১, সনে ৫জন,২০২১-২২,সনে ২জন,২০২২-২৩সনে.০২জন,২০২৩-২৪,সনে ০৫ জন,২০২৪-২৫,সনে.০৫ জননির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে: বাংলাদেশ শিশু একাডেমি,নারায়ণগঞ্জ ।
৪।শিশুদের শারীরিক,মানসিক বিকাশে অংশগ্রহণ বৃদ্দি : সংখ্যা(হাজার): ২০২০-২১,০.০১জন,২০২১-২২:০.৫০ জন,২০২২-২৩,০.৫০ জন,২০২৩-২৪, ০.২ -জন,২০২৪-২৫,০.০২ জন: নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে: বাংলাদেশ শিশু একাডেমি,নারায়ণগঞ্জ ।
৫। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে পাঠাভ্যাসে অংশগ্রহণ বৃদ্ধি: সংখ্যা:২০২০-২১,৬০০জন,২০২১-২২: ৩০০ জন,২০২২-২৩,৩০০ জন,২০২৩-২৪, ৫০০ জন,২০২৪-২৫, ৫০০ জন: নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে: বাংলাদেশ শিশু একাডেমি, নারায়ণগঞ্জ ।
কর্মসম্পাদন পরিকল্পনা সেকশন-৩: কর্মসম্পাদন ক্ষেত্রে(বিধি/আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব অনুযায়ী সর্ব্বাচ্চো ৫টি) :
১। বিভিন্ন বিষয়ে শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষন প্রদান : উপকার ভোগি শিশু সমষ্টি: সংখ্যা এবং প্রকৃত অর্জন: ২০২০-২১,৮৭ জন,২০২১-২২:১০০জন,অসাধারন ১০০ জনের মধ্যে প্রক্ষেপন: ২০২৩-২৫: ৪৫০ জন,২০২৪-২৬: ৫০০জন ।
২। জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন,বিভিন্ন প্রতিযোগিতা,উৎসবমেলা : জাতীয় শিশুদিবস,জাতীয় শিশু পুরস্কার ও শিশুদের মৌসুমি প্রতিযোগিতাসহ বিভিন্ন বিদস, আনন্দমেলা উদযাপনসহি ইত্যাদি : উপকারভোগি শিশু সমষ্টি,সংখ্যা : ২০২০-২১সনে ১৪জন,২০২১-২২সনে ১০জন : প্রক্ষেপন: ২০২৩-২৪ সনে ১৪ জন,২০২৪-২৬ সনে ১৪ জন ।
৩। শিশু বিকাশ ও প্যাক-প্রাথমিক শিক্ষা প্রদান: দু:স্থ ও গরীব শিশুদের শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান :উপকারভোগী শিশু :সমষ্টি: সংখ্যা-২০২০-২১ সনে প্রকৃত অর্জন ৬ জন, ২০২১-২২সনে প্রকৃত অর্জন ৬০জন ।
৪. বই ও শিশু পত্রিকা বিক্রয় ও প্রদর্শনী এবং শিশুর লাইব্রেরি ব্যবহার : বই ও শিশু পত্রিকা বিক্রয় ও প্রদর্শনী এবং শিশুর লাইব্রেরি ব্যবহারের সুযোগপ্রদান: সমষ্টি: সংখ্যা-২০২০-২১সনে প্রকৃত অর্জন২০০ জন,২০২১-২২সনে প্রকৃত অর্জন ৬৮০জন, প্রক্ষেপন: ২০২৩-২৪ সনে ৬০০জন,২০২৪-২৬ সনে ৭০০জন ।
৫. শিশু অধিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিও বাস্তবায়ন : শিশু অধিকার সম্পর্কে অভিভাবক ও জনসচেতনতা সৃষ্টি ও বাস্তবায়ন: সমষ্টি: সংখ্যা-২০২০-২১সনে প্রকৃত অর্জন ৩০০০ জন,২০২১-২২সনে প্রকৃত অর্জন ৫০০জন, প্রক্ষেপন: ২০২৩-২৪ সনে ৫০০০ জন,২০২৪-২৬ সনে ৫০০০জন ।
কর্মসম্পাদন পরিকল্পনা সেকশন-৩:
সুশাসন ও সংস্কারমুলক কর্মসম্পাদানের ক্ষেত্র (মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক নির্ধারিত):
সুশাসন ওসংস্কার মুলকার্যক্রমের বাস্তাবায়ন জোরদার করন :
১। শুদ্ধাচার কর্ম পরিকল্পনা বাস্তবায়ন:গড় শতকরা হিসেবে প্রক্ষেপণ: ২০২৩-২৫ সনে ৭৫ এবং ২০২৪-২৬সনে ৮০ ।
২। ই-গভর্ন্যান্স উদ্ভাবন কর্ম পরিকল্পনা বাস্তবায়ন : ই-গভর্ন্যান্স উদ্ভাবন কর্ম পরিকল্পনা বাস্তবায়িত : প্রক্ষেপণ: ২০২৩-২৫ সনে ৬৫ এবং ২০২৪-২৬সনে ৭০ ।
৩। তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন: তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়িত : প্রক্ষেপণ: ২০২৩-২৫ সনে ৮৫ এবং ২০২৪-২৬সনে ৯০ ।
সংযোজনি : ৫, ই-গভর্ন্যান্সও উদ্ভাবন সংক্রান্ত কার্যক্রমের বাস্তাবায়ন জোরদারকরণ:
কার্যক্রম:১) উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন (১.১.১) একটি নতুন উদ্ভাবনী ধারণা বাস্তবায়িত
২) বেসা সহজিকরণ(১.২.১)একটি সেবা সহজিতকরণ
(৩) সেবা ডিজিটাইজেশন করা (১.৩.১)ন্যুনতম একটি সেবা ডিজিটাই জেশনকৃত
(১.৪)ইত:পুর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা,সহজিতকরণ ও ডিজিটাইজকৃত সেবা সংক্রান্ত পর্যালোচনা সভা ।
(১.৪.১) সভা আয়োজিত ।
(১.৫) ই- নথি ব্যবহার বৃদ্ধি (১.৫.১)ই-ফাইলে নোট নিস্পত্তিকৃত ।
(১.৬) ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্ছ মোকাবেলায় করণীয় বিষয়ে অভহিতকরণ সভা/কর্মশালা্ আয়োজন ।
(১.৬.১)সভা/কর্মশালা্ আয়োজিত ।
(২) প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি : (২.১) তথ্য বাতায়ন হালনাগাদকরণ:(২.১.১) তথ্য বাতায়নে সকল সেবা বক্স হালনাগাদকৃত (২.১.২) বিভিন্ন প্রকাশনা ও তথ্যাদি তথ্য বাতায়নে প্রকাশিত।
(২.২.)ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনি কর্মপরিকল্পনা বাস্তবায়ন :(২.২.১) কর্মপরিকল্পনা বাস্তবায় সংক্রান্ত প্রশিক্ষন আয়োজিত ।(২.২.২)ই-গর্ভন্যান্স কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য বারদ্দকৃত অর্থ ব্যয়িত।
(২.২.৩)কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা আয়োজিত ।
((২.২.৪) কর্মপরিকল্পনার অর্ধবার্ষিক-স্ব মূল্যায়ন প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে/উর্দ্ধতন কর্তৃপক্ষেরনিকট প্রেরিত ।(২.২.৫)দেশ/বিদেশে বাস্তবায়িত নূন্যতম একটি উদ্যোগ পরিদর্শনকৃত ।
সংযোজনী-৬ :
অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত কর্মপরিকল্পনা ২০২২-২০২৩ :
প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা :(১.১)অভিযোগ নিস্পত্তি কর্মকর্তা(অনিক)ও আপিল কর্মকর্তার তথ্য ওয়েবসাইটে ত্রৈমাসিক ভিত্তিতে হালনাগাদ করণ ।[১.১.১] অনিক ও আপিল কর্মকর্তার তথ্য হালনাগাদকৃত এবং ওয়েবসাইটে আপলোডকৃত ।[২.১] নির্দিষ্ট সময়ে অণলাইন/অফলাইনে প্রাপ্ত অভিযোগ নিস্পত্তি এবং নিস্পত্তি সংক্রান্ত মাসিক প্রতিবেদন উর্ব্ধতন কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ । [২.১.১] অভিযোগ নিস্পত্তিকৃত ।
[২.২] কর্মকর্তা/কর্মৃচারীদের অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়ার বিষয়ক প্রশিক্ষণ আয়োজন ।[২.২.১] প্রশিক্ষন আয়োজিত ।
পরিবিক্ষণ ও সক্সমতাবৃদ্ধি : [২.৩] ত্রৈমাসিক ভিত্তিতে পরিবীক্ষন এবং ত্রৈমাসিক পরিবীক্ষণ প্রতিবেদন উধর্ব্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ । [২.৩.১] ত্রৈমিসক প্রতিবেদন প্রেরিত ।
[২.৪] অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোল্ডারেগণ সমন্নয়ে অবহিতকরণ সভা ।
সংযোজনী -৭
সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়ন কর্ম-পরিকল্পনা .২০২২ -২০২৩
প্রতিষ্ঠানিক :[১.১] সেবা প্রদান প্রতিম্রুতি পরিবিীক্ষণ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন,[১.১.১]সিদ্ধান্ত বাস্তবায়ন ।
[১.২]সেবা প্রদান প্রতিশ্রুতি ত্রৈমাসিক ভিত্তিতে হালনাগাদ করণ[১.২.১]ওয়েবসাইটে প্রতিত্রৈমাসিক হালনাগাদকৃত
[২.১]সেবা প্রদান প্রশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ আয়োজন[১.১.১] প্রশিক্ষণ আয়োজিত
সক্ষমতা অর্জন ও পরিবীক্ষণ:[২.২]সেবা প্রদান বিষয়ে স্টেকহোল্ডাগণের সমন্নয়ে অবহিতকরণ সভা ফপয়োজন। [১.৩.১] অবহিতকরণ সভা অনুষ্ঠিত ।
তথ্য অধিকার বিষয়ে ২০২২-২০২৩অর্থ বছরের বার্ষিক কর্মপরিকল্পনা :
প্রাতিষ্ঠানিক : [১.১] তথ্য অধিকার আেইন অনুযায়ী নির্ধারিত সময়ে মধ্যে তথ্য প্রদান:
[১.১.১]নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদানকৃত।[১.২]স্বপ্রনোদিতভাবে প্রকাশযোগ্য তথ্য হালনাগাদ করে ওয়েবসাইটে প্রকাশ।[১.২.১]হালনাগাদকৃত তথ্য ওয়েভসাইটে প্রকাশিত।[১.৩]বার্ষিক প্রতিবেদ প্রকাশ[১.৩.১] বার্ষিক প্রতিবেদ প্রকাশিত।[১.৪] তথ্য অধিকার আইন,২০০৯ এর ৫ ধারা অনুসারে যাবতীয় তথ্যের ক্যাটাগরি ক্যাটালগ তৈরী/হালনাগাদ করণ[১.৪.১] তথ্যেরে কাটাগরি ও ক্যাটালগ প্রস্তুতকৃত/হালনাগাদকৃত।[১.৫] তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বুদ্ধিকরণ ।[১.৫.১] প্রচার কার্যক্রম সম্পন্ন।[১.৬] তথ্য অধিকার বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ আয়োজন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস